বরাকবঙ্গের ভাষাসংগ্রাম বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতা ২০শে

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ভাষাসংগ্রাম বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। কাছাড় জেলার সরকারি-বেসরকারি যে কোনও স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা ১৯ জুলাই বিকাল চারটা পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম লেখাতে পারবে। নাম লেখানোর জন্য ফোন করতে হবে ৯৪৩৫১৭৩১৯৫ বা ৮৬৩৬৪৭২৫০১ নম্বরে। আগামী ২০ জুলাই সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে এই প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগীদের দশটার মধ্যে উপস্থিত হতে আয়োজকদের তরফে বলা হয়েছে। সঙ্গে নিতে হবে স্কুলের ইস্যু করা আইডেন্টিটি কার্ড। বিজয়ীদের নগদ অর্থে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

এটি মূলত বঙ্গ সাহিত্যের কাছাড় জেলা সমিতি আয়োজিত ‘উনিশকে মনে রেখে মাতৃভাষা চর্চা’র সমাপ্তি অনুষ্ঠান। উনিশ মেকে সামনে রেখে গত ১৫ মে তারিখে স্কুলছাত্রদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা কর্মসূচির সূচনা হয়েছিল। মালুগ্রামের কাছাড় হাই স্কুল, উধারবন্দ শিক্ষাসদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তারাপুরের সূর্যকুমার হাইস্কুল, সুভাষনগরের মনমোহন বালিকা বিদ্যালয়, ইটখলার স্বামী বিবেকানন্দ বহুমুখী স্কুলে গিয়ে প্রতিযোগিতা আয়োজনের পর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সমাপ্তি পর্বের প্রতিযোগিতাটি হবে ২০ জুলাই বঙ্গভবনে।

Spread the News
error: Content is protected !!