আন্তর্জাতিক ফুটসল খেলে ফিরছেন পুষ্পা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি: আন্তর্জাতিক ফুটসল ম্যাচ খেলে ইতিহাস গড়ে দেশে
ফিরছেন পাঁচগ্রামের মেয়ে পুষ্পা সাহু। মহিলাদের এশিয়ান কাপ ফুটসল প্রতিযোগিতার কোয়ালিফায়ারে খেলতে গিয়ে কার্যত খালি হাতে ফিরছে ভারতীয় দল। তবে সেই দলের সদস্য হিসেবে খেলে পুষ্পা এক অবিস্মরণীয় ইতিহাস গড়ে ফিরছেন। কারণ, এই প্রথমবার ফিফা স্বীকৃত ফুটসল ম্যাচ কিংবা টুর্নামেন্টে অংশগ্রহণ করল ভারতের মহিলা দল।

গত ১৫ জানুয়ারি ইন্দোনেশিয়ার যোগাকার্টায় নিজেদের প্রথম ম্যাচে ৫-০ গোলে পরাজিত হয় ভারত। ১৭ তারিখ ঘরোয়া দল ইন্দোনেশিয়ার কাছে পরাজিত হয় ৬-০ ব্যবধানে। আজ কিরঘিজস্তানের বিরুদ্ধে অবশ্য বেশ চেপে ধরেছিল ভারতীয় মহিলারা। কিন্তু ভাগ্য বদলাতে সক্ষম হল না তারা। ৪-৩ গোলে হেরে পয়েন্ট শূন্য অবস্থায় টুর্নামেন্ট শেষ করল ভারত। ম্যাচের ৩ মিনিটে দৃষ্টি পন্থ ভারতের হয়ে ঐতিহাসিক অভিষেক গোলটি করেন। এছাড়া দুই গোল করেছেন খুশবু সরোজ। ৩৪ এবং ৪০ মিনিটে। এদিন ৩-৩ গোলে ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি করেছিল ভারত। তবে মাত্র ২৫ সেকেন্ড বাকি থাকতে কিরঘিজস্তানের নাজিক কুমিসাবেক জয়সূচক গোলটি করে বসেন। এতে হতাশায় ভেঙে পড়ে ভারতীয় দল।

আন্তর্জাতিক ফুটসল খেলে ফিরছেন পুষ্পা
আন্তর্জাতিক ফুটসল খেলে ফিরছেন পুষ্পা
Spread the News
error: Content is protected !!