শিলকুড়ি ক্যাম্পে পূর্ণিমা নাগের প্রথম পুণ্যতিথি এবং ৭৩তম জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শিলকুড়ি ক্যাম্পে অবস্থিত সমীরন নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটির তত্ত্বাবধানে পূর্ণিমা নাগের প্রথম পুণ্যতিথি এবং ৭৩তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল সমাজসেবা ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা পূর্ণিমা নাগের স্মৃতিকে সম্মান জানানো। প্রথমে সমস্ত অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করানো হয়, এরপর তাঁদের অঙ্গবস্ত্র পরিয়ে সম্মানিত করা হয়। এরপর দীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর সঙ্গে ছোট ছোট মেয়েরা দেশভক্তিমূলক গান পরিবেশন করে পরিবেশকে আরও আবেগময় করে তোলে। স্কুলের অধ্যক্ষ প্রণয় নাগ জানান, এই অনুষ্ঠান তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে এবং সমাজে তাঁর আদর্শকে ধরে রাখার জন্য আয়োজিত হয়েছে। তিনি বলেন, সমাজের জন্য করা কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা হলেন সভাপতি, পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটির সভাপতি পঙ্কজ নাগ, এসএমসি সভাপতিচিত্তরঞ্জন দাস, মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলের সমীরন নাগ, ইয়ুথ অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (YASE) কেন্দ্রীয় কমিটি সভাপতি সঞ্জীব রায়, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভাপতি প্রদীপচন্দ্র দাস,
ব্যবস্থাপনা পরিচালক, সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রশান্ত ভট্টাচার্য সহ হরিপদ রাহা, ব্যবস্থাপক, এইচএন রাহা মেমোরিয়াল হাইস্কুল, ছোটজলেঙ্গা অনিলচন্দ্র দাস, সমাজসেবী এবং প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভাপতি পাপ্পু পাল, সমাজসেবী, দরগাকোণা মধোবচন্দ্র দাস, সভাপতি, শিলকুড়ি জন কল্যাণ সংস্থা প্রসেনজিৎ দাস, আইনজীবী এবং সভাপতি, হ্যাপি ক্লাব প্রমুখ।