পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শিলচর শাখার কাজকর্মের বিভিন্ন দিক পর্যাবেক্ষণ

বরাক তরঙ্গ, ১৫ জুন : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গুয়াহাটি জোনের জোনাল ম্যানেজার বিনয় কুমার শিলচর ব্যাঙ্কের কাজকর্মের বিভিন্ন দিক পর্যাবেক্ষণ তথা আগামী দিনের দিক নির্দেশনায় শিলচরে পরিদর্শনে আসেন। উনার এই পরিদর্শনসূচীর প্রথম অংশে রাজ্যের একমাত্র শৈল শহর শিলচর সার্কলের অন্তর্ভুক্ত হাফলং শহরে যান। সেখান থেকে ১৩ জুন তিনি শিলচর শহরে এসে পৌছান। এদিন শহরে ব্যাংকের শিলচর সার্কেলের আধিকারিকদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ব্যাঙ্কের বৃত্তীয় কার্যালয়ের প্রধান আধিকারিক সৌরভ কুমারের ব্যবস্থাপনায় পরম্পরাগত কাছাড়ি নিয়মে তাঁকে স্বাগত জানানো হয়। এদিনের কার্যসূচী অনুযায়ী তিনি পরবর্তীতে ব্যাংকের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে শিলচর, শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলায় ব্যাঙ্কের কাজকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে ব্যাঙ্কের কর্পোরেট সোশ্যাল রেসপনসেবলিটি প্রকল্পের অধীনে স্থানীয় জীবনদীপ বৃদ্ধাশ্রমে বিনয় কুমার ও সৌরভ কুমার  সঙ্গে ব্যাঙ্কের আধিকারিকদের একটি দল যায়। এই দলের মধ্যে ছিলেন রূপম রায়, মৌপি দেব পুরকায়স্থ, সৌরভ দীক্ষিত, বিপ্রজীত দত্ত ও বিশ্বরূপা চৌধুরী।

এদিন ব্যাঙ্কের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমের আবাসিক ও কর্তৃপক্ষের হাতে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের কার্যসূচীর শেষাংশে জোনাল ম্যানেজারের নেতৃত্বে  ব্যাংকের বিভিন্ন শাখার মহতী গ্রাহকদের সঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় আধিকারিকরা আগামী দিনে বরাক উপত্যকার সর্বস্থরের মানুষের কাছে আধুনিক ব্যাঙ্কিং পরিষেবাকে আরো নিবিড় ভাবে পৌছে দেওয়ার ব্যাপারের ব্যাঙ্কের অঙ্গীকারবদ্ধতার কথা তুলে ধরেন।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শিলচর শাখার কাজকর্মের বিভিন্ন দিক পর্যাবেক্ষণ
Spread the News
error: Content is protected !!