শ্রীভূমিতে নির্বাচনীয় সভায় কিসমত সুলতানার সমর্থনে প্রচার মন্ত্রী জয়ন্তর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : নির্বাচনী ময়দান উত্তপ্ত! পঞ্চায়েত ভোটের আগে শাসক-বিরোধী তরজায় নয়া মোড়। শ্রীমন্ত-কানিশাইল জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী কিসমত সুলতানার সমর্থনে প্রচার চালিয়ে গেলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। প্রচারসভায় মন্ত্রী কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে সরাসরি ‘পাকিস্তানঘেঁষা’ বলে আক্রমণ করলেন মন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সোমবার সন্ধ্যায় শ্রীভূমি রেলওয়ে কলোনির ব্রাইট স্টার ক্লাব সংলগ্ন এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় অংশ নেন তিনি।

সভায় কিসমতের পাশে দাঁড়িয়ে বক্তৃতা দেন বরুয়া। তাঁর আহ্বানে সাড়া দিয়ে সভায় উপস্থিত মহিলারা উলুধ্বনি দিয়ে কিসমতের জয়ের কামনা করেন। সভায় মন্ত্রী তার বক্তব্যে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বধীন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং পহেলগাঁও ইস্যুতে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, “গৌরব গগৈর স্ত্রী দিল্লিতে চাকরি করলেও তার বেতন আসছে পাকিস্তান থেকে। তিনি আজও ভারতীয় নাগরিকত্ব নেননি। এমনকি তাঁদের সন্তানরাও কোন দেশের নাগরিক, তা স্পষ্ট নয়। রাজ্যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রবধূ পাকিস্তানের হয়ে কাজ করছেন — এটা কি ভাবা যায়?”

শ্রীভূমিতে নির্বাচনীয় সভায় কিসমত সুলতানার সমর্থনে প্রচার মন্ত্রী জয়ন্তর

জয়ন্ত মল্ল বরুয়া আরও দাবি করেন, “গৌরব গগৈর মতো সাংসদরা বারবার নির্বাচিত হলে, কংগ্রেস ভারতকে পাকিস্তান বানিয়ে দেবে।” এছাড়াও, কাশ্মীর ও ইউডিএফ ইস্যু নিয়েও তোপ দাগেন তিনি। তাঁর অভিযোগ, ইউডিএফ-এর এক বিধায়ক পাকিস্তানের হয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে বর্তমানে জেলে রয়েছেন।

শ্রীভূমিতে নির্বাচনীয় সভায় কিসমত সুলতানার সমর্থনে প্রচার মন্ত্রী জয়ন্তর

এদিনের সভায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাস, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মানস দাস জেলা বিজেপি মাইনোরেটিব্ বের্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান রবিন্দ্রচন্দ্র দেব, বিজেপি নেতা অমরেশ রায় জেলা উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ দেবব্রত সাহ প্রমুখ সহ দলীয় বিভিন্ন স্থরের কর্মকর্তারা এদিনের সভা সঞ্চালনা করেন জেলা বিজেপি অন্যতম কর্তা দীলিপ দাস।

Spread the News
error: Content is protected !!