উস্কানিমূলক ভিডিও পোস্ট, হাইলাকান্দি গ্রেফতার যুবক

বরাক তরঙ্গ, ১ আগস্ট : বাংলাদেশের জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩২ বছর বয়সী এক যুবককে আটক করল হাইলাকান্দি পুলিশ। আটক যুবকের নাম আতিকুর রহমান লস্কর, বাড়ি হাইলাকান্দি বড়বন্দ এলাকায়। হাইলাকান্দি পুলিশের ওসি সাইবার সেলের সূত্র ধরে আতিকুরকে অভিযান চালিয়ে পাকড়াও করে‌। তদন্তের বৃহৎ স্বার্থে তাকে রিমান্ডে আনে হাইলাকান্দি সদর পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। তার শারীরিক অসুস্থতার পাশাপাশি বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অভিযোগ আতিকুর একই সঙ্গে ৮/৯টি ইনস্টাগ্রাম চালিয়ে যাচ্ছে। আর ইনস্টাগ্রাম উস্কানিমূলক ভিডিও আপলোড ও বাংলাদেশি জেহাদি সংগঠনকে সমর্থন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, কিছু দিন থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কু-রুচিকর মন্তব্য এবং অহেতুক গালিগালাজ ইত্যাদি অভিযোগ রয়েছে আতিকুরের বিরুদ্ধে। হাইলাকান্দি পুলিশ তার বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত ক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে।

Spread the News
error: Content is protected !!