করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে দুই লক্ষের বেশি স্বাক্ষর সমেত স্মারকপত্র প্রদান

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে রাজ্যপালের কাছে দুই লক্ষের বেশি স্বাক্ষর সমেত স্মারকপত্র প্রদান করা হল। মঙ্গলবার গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী নেতৃত্বে জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যপালকে স্মারকপত্র প্রদান করলেন জেলার জনসাধারণ। এদিন উপস্থিত ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুল বারি ছৌধুরী, আহমেদুর রহমান তাপাদার, হোসেন আহমেদ ছৌধুরী, আইনজীবী প্রদীপ কুরি, আইনজীবী দেওয়ান সেলিম, প্রাক্তন ছাত্র নেতা জুনেদ আহমেদ, কবির আহমেদ, মওলানা আব্দুল ওয়ারিস সহ অন্যান্যরা।

স্মারকপত্র প্রদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বরিষ্ঠ আইনজীবী  হাফিজ রশিদ আহমদ চৌধুরী বলেন হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে প্রতি বুধবার কেবিনেট বৈঠকে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।নিজের ইচ্ছেখুশি সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমান মুখ‍্যমন্ত্রী। রাজ‍্যের শিক্ষিত যুবক-যুবতীদের সঙ্গে চাকরি প্রদানের নামে যেমন প্রতারণা করা হয়েছে তেমনি ডিলিমিটেশনের নামে সংখ‍্যালঘুদের টার্গেট করা হয়েছে। মানুষের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি সংবিধানের শপথ নিয়ে মুখ‍্যমন্ত্রীর আসনে থেকে যেসব মন্তব্য করেন তা রীতিমতো আশ্চর্যজনক।

করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে দুই লক্ষের বেশি স্বাক্ষর সমেত স্মারকপত্র প্রদান

অন‍্যদিকে আইনজীবী জ‍্যোতিষ পুরকায়স্থ বলেন রবীন্দ্রনাথ সামনে রেখে নিজের রাজনৈতিক উদ্দেশ‍্যে চরিতার্থ করেছেন মুখ‍্যমন্ত্রী। রবীন্দ্রনাথ করিমগঞ্জের নাম শ্রীভূমি করার পরামর্শ দেননি।

Author

Spread the News