বেরেঙ্গা ১ম খণ্ডকে হঠাৎ ২৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : শিলচর পুর নিগমের ২৬ নং ওয়ার্ডের বেরেঙ্গা ১ম খণ্ডকে হঠাৎ ২৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ জানিয়েছেন এলাকার জনগণ।বৃহত্তর বেরেঙ্গা প্রথম খণ্ডের জনগণের তরফে শনিবার এক সভা ডেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সভা শেষে সাংবাদিকদের বৈঠক করে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, ২৬ নং ওয়ার্ডের বেরেঙ্গা ১ম খণ্ডকে হঠাৎ করে ২৫ নং ওয়ার্ডের অন্তর্গত করায় আগামীতে স্থানীয়রা নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন। গেজেট নোটিফিকেশন মতে বেরেঙ্গা ১ম খণ্ড এবং ২য় খণ্ডকে ২৬ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং বেরেঙ্গা ৩য়, ৪র্থ ও ৫ম খণ্ডটি ২৫ নং ওয়ার্ডের অন্তর্গত ছিল। কিন্তু ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কিন্তু বেরেঙ্গা ১ম খণ্ডকে ২৫নং ওয়ার্ডের অধিনে রাখা হয়েছে ফলে গেজেট নোটিফিকেশনে উল্লেখ করা হয়নি। কিন্তু শুধুমাত্র ম্যাপের ভিত্তিতে বেরেঙ্গা ১ম খণ্ডকে হঠাৎ করে ২৫ নং ওয়ার্ডের অন্তর্গত করায় শনিবার বৃহত্তর এলাকার নাগরিকরা বাধ্য হয়ে এক বৈঠক ডেকে বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন।কারণ ২৬ ওয়ার্ডের জনসংখ্যাকে ২৫ নং ওয়ার্ডে দেখানো হয়নি। ফলে আগামীতে এলাকায় কোন ধরনের উন্নয়ন মূলক কাজ হলে স্থানীয়রা সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন। শুধু তাই নয় অনেকের ঘরবাড়ির হোল্ডিং নম্বর নিয়েও আগামীতে নানা সমস্যার সম্মুখীন হবেন জনগণ। তাছাড়া নিজেদের মধ্যে সৃষ্টি হবে সামাজিক বৈষ্যমতার। কেন বা কি কারণে ২৬ নং ওয়ার্ডকে সরিয়ে ২৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে এনিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন এলাকার জনগণ। গোটা বিষয়টি প্রশাসনের নজরে এনে আসন্ন পুর নিগম নির্বাচনের পূর্বে সমস্যার সুরাহা করার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী আজমল হোসেন লস্কর, বেরেঙ্গা জিপির সভানেত্রী  প্রতিনিধি বাপ্পু বড়ভূইয়া, আইনজীবী হায়দর হুসেন লস্কর, সামছুদ্দিন লস্কর, জামাল হুসেন লস্কর প্রমুখ।

Spread the News
error: Content is protected !!