তারাপুর শিববাড়ি এলাকায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : কাশ্মীরের ঘটনা নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল শিলচর তারাপুর শিববাড়ি এলাকা। রবিবার শিলচর তারাপুর জিপিতে জম্মু ও কাশ্মীর পহেলগাঁও নিরীহ হিন্দু পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদে তারাপুর জিপিতে পাকিস্তানের পতাকা এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করলেন স্থানীয়রা। তারা দাবি জানান, যেকোনও অবস্থায় দেশের ভেতরে এবং বাইরে যেসব জেহাদি রয়েছে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।

Spread the News
error: Content is protected !!