ধুবড়ির পর গোয়ালপাড়ার লক্ষীপুর শহরে গরুর মাথা উদ্ধার, প্রতিবাদ

বরাক তরঙ্গ, ১৫ জুন : ধুবড়ির পর গোয়ালপাড়ায় গরুর মাথা উদ্ধার নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।  গোলপাড়া জেলার লক্ষীপুর শহরের খাকিলামারি দাসপাড়া এলাকায় একটি বিচ্ছিন্ন গরুর মাথা পাওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রধান সড়কের পাশে স্থানীয় কালীমন্দিরের সামনে ঘটনাটি ঘটে। এই উদ্বেগজনক ঘটনা গত রাতে ঘটে এবং এর পর থেকেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার একটি উদ্দেশ্যমূলক চেষ্টা বলে অভিযোগ স্থানীয়দের। 

খবর পাওয়ার পর, লক্ষীপুর পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে। ঘটনাধারীদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। এবং অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানায়।

এ ঘটনায় ক্ষোভ দেখা দেয়।
বাসিন্দাদের মতে, এমন ঘটনার প্রথমবার নয়। আগেও মন ঘটনা ঘটেছে। গরুর পা এবং অন্যান্য দেহের অংশগুলি স্থানীয় হিন্দু বাড়ির কাছে পাওয়া যায়। এতে সম্প্রদায়ের ক্রমবর্ধমান ক্ষোভকে বাড়িয়ে তুলেছে।

এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন স্থানীয়দের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। এটি একটি ইচ্ছাকৃত উসকানির কাজ বলে সন্দেহ করছেন। স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত ও শাস্তির দাবি জানিয়ে।

ধুবড়ির পর গোয়ালপাড়ার লক্ষীপুর শহরে গরুর মাথা উদ্ধার, প্রতিবাদ
Spread the News
error: Content is protected !!