নিট পরীক্ষায় কেলেঙ্কারির তদন্তের দাবিতে বিক্ষোভ সেভ এডুকেশন কমিটির

বরাক তরঙ্গ, ২৮ জুন : নিট-ইজি, ইউজিসি-নিট পরীক্ষায় কেলেঙ্কারির তদন্ত, চার বছরের ডিগ্রি কোর্স বাতিল ও জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে বিক্ষোভ দেখালো অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। শুক্রবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংগঠনের জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক অজয় রায়, জেলা সভাপতি দীপঙ্কর চন্দ, সম্পাদক শ্যামদেও কর্মী, প্রাক্তন শিক্ষক সীমান্ত ভট্টাচার্য, সরল পাল, মধূসুদন কর, রঞ্জিত চন্দ, স্নিগ্ধা নাথ, চাম্পালাল দাস, পল্লব ভট্টাচার্য, স্বপন চৌধুরী, তুতন দাস, অঞ্জন চন্দ, বিপ্লব ঘোষ, ডোনা বর্মন সহ অন্যান্যরা।

বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রতচন্দ্র নাথ। তিনি বলেন, দেশের বর্তমান সরকার নজীরবিহীন ভাবে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করছে। এমবিবিএস কোর্সে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে তাতে পরীক্ষা আয়োজককারী সংস্থা এনটিএ এর দুর্নীতি প্রকাশ্যে এসেছে। অথচ কেন্দ্র সরকার তা প্রথমে মানতে চায়নি।

তিনি এও বলেন, কেন্দ্র সরকার ২০২০ সালে যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছিল এর মুল উদ্দেশ্য ছিল শিক্ষার বেসরকারিকরণ, ব্যক্তিগতকরণ ও সাম্প্রদায়িককরণ ঘটানো। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় আজ যে অবাধ দুর্নীতি চলছে এর পেছনে রয়েছে এই শিক্ষানীতির মূল উদ্দেশ্যকে বাস্তবায়িত করা। অধ্যাপক অজয় রায় বলেন কলেজের সাধারণ কোর্সে ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষা আয়োজন করার কোনও যুক্তিকতা নেই। এই অহেতুক পরীক্ষা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। স্নিগ্ধা নাথ বলেন, জিসি কলেজ থেকে সর্বত্রই ছাত্রছাত্রীদের বঞ্চিত করা হচ্ছে। অথচ সরকার নীরব। সীমান্ত ভট্টাচার্য শিক্ষা ক্ষেত্রে যে অভাবনীয় দুর্নীতি হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান।

Author

Spread the News