প্রাকৃতিক দুর্যোগের সময় শিশুদের দাবায় মনোযোগী করতে প্রজেক্ট চাইল্ডের সচেতনতা শিবির

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ মে : জীবন দক্ষতা শক্তিশালী করার দিকে একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে পোনস টু কিংস জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) কাছাড়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, ইউনিসেফ অসম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সহযোগিতায় শনিবার কাছাড় জেলার কমিউনিটি ফ্যাসিলিটেশন রিসোর্স সেন্টারে (সিএফআরসি) ‘প্রজেক্ট চাইল্ড’ নিয়ে কাজ শুরু করেছে। চাইল্ডের পুরো নাম ‘চেস ফর হোপ, ইনক্লুসিভিটি অ্যান্ড লাইফ স্কিল ‘ডেভেলপমেন্ট’ কর্মশালা শুরু করেছে।

তরুণ দাবা প্রতিভা বিহান উপাধ্যায় এবং বিরাজ উপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত ‘পোনস টু কিংস’ হল একটি লাভজনক উদ্যোগ যা দাবাকে একটি রূপান্তরকারী শিক্ষামূলক এবং মানসিক মাধ্যম হিসেবে ব্যবহার করে। এই সংগঠনের পরিচালন কমিটিতে রয়েছেন সার্বিয়া এবং পশ্চিমবঙ্গের একজন গ্র্যান্ডমাস্টার এবং দু’জন ইন্টারন্যাশনাল মাস্টার সহ দাবা বিশেষজ্ঞরা। কাছাড়ের বন্যাপ্রবণ এলাকায় এই কর্মশালাগুলি আয়োজন করা হচ্ছে। মূলত দুর্যোগজনিত চাপ কমাতে এবং শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে জীবন দক্ষতা বৃদ্ধির জন্য দাবা জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস। কেবল একটি খেলা হিসেবে নয়, বরং দাবাকে একটি উন্নয়নমূলক মাধ্যম হিসেবে তুলে ধরে মনোযোগ, স্মৃতিশক্তি এবং বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা বৃদ্ধি করে জ্ঞানের বিকাশকে উৎসাহিত করতে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পোনস টু কিংস-এর প্রতিষ্ঠাতা বিহান উপাধ্যায় ও বিরাজ উপাধ্যায় জানান, গোটা অসমে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের সময় শিশুদের দাবায় মনোযোগী করতে প্রজেক্ট চাইল্ডের সচেতনতা শিবির
Spread the News
error: Content is protected !!