রাজ্যের সাতটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, গুরুচরণে অধ্যাপক নিরঞ্জন
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : রাজ্যের সাতটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। সোমবার রাজ্যপাল লক্ষ্মণ আচার্য প্রজ্ঞাপনের মাধ্যমে উপাচার্য নিয়োগ করেছেন। শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নিরঞ্জন রায়। নগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন ড. হিতেশ ডেকা। জগন্নাথ বরুয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক জ্যোতিপ্রসাদ শইকিয়া।
শিবসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্তি পেলেন অধ্যাপক মহাদেব পাটগিরি। উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক মুকুল বরা।
প্রফেসর তারিণীচন্দ্র ডেকা বঙাইগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন। কোকরাঝাড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক গণেশ চন্দ্র ওয়ারে।
