মহাসড়কের কাজে থাকা লোকদের মধ্যে ঠাণ্ডা পানীয়জল ও জুস বণ্টন কৈদি ফ্রি শউলের
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৬ মে : প্রচণ্ড গরমে মানুষ হায়হুতাশ করছেন। কোথাও স্বস্তি মিলছে না। প্রকৃতি যেন একেবারে রুষ্ট হয়ে পড়েছে। কিন্তু তারমধ্যে তো পেটের তাগিদে কাজ করতে হবে। এই হাসফাঁস করা গরমেও শ্রমিকদের বসে থাকলে চলবে না, পরিবারের দায়িত্ব পালন করতে কাজ তো করতেই হবে। আর বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ের শ্রমিক সমাজ এই প্রচণ্ড গরমে কাজে নিয়োজিত রয়েছেন। শিলচর-হাফলং মহাসড়কের নির্মাণ কাজে বিভিন্ন রকম শ্রমিক কাজে নিয়োজিত রয়েছেন। প্রচণ্ড গরম বলে তারা ঘরে বসে থাকছেন না। মহাসড়কের নির্মাণ কাজ এই গরমেও চালিয়ে যাচ্ছেন। তাদের প্রতি রবিবার সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছে একটি সামাজিক সংগঠন।
উত্তর-পূর্বাঞ্চলের মোটর বাইক রাইডার্স কৈদি ফ্রি শউল নামের সংস্থার নেতৃবৃন্দ শিলচর হাফলং নির্মীয়মান মহাসড়কের কাজে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠাণ্ডা পানীয় জল বিতরণ করেছে। শ্রমিক, এস্কেকেভেটর ও গাড়ি চালকদের মধ্যে গরমের প্রকোপ থেকে একটু স্বস্তি পেতে শীতল পানীও জুসের বোতল বিতরণ করেন কৈদি ফ্রি শউল নামের মোটর বাইক রাইডিং গ্রুপের সদস্যরা।

শিলচর-লামডিং মহাসড়কের বালাছড়া থেকে জাটিঙ্গা পর্যন্ত নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক, গাড়ি চালক সহ অন্যান্যদের পর্যাপ্ত পরিমাণে জলের বোতল ও জুসের বোতল বিতরণ করেন।মহাসড়কের নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে জল ও জুস বিতরণ কার্যসূচিতে নেতৃত্ব দেন মোটরবাইক রাইডার্স কৈদি ফ্রি শউল সংগঠনের জুম্মা খান সহ অন্যান্য সদস্যরা। তাদের এই মহৎ কাজের জন্য সংগঠনের কর্মকর্তা দের ধন্যবাদ জানিয়েছেন মহাসড়কের কাজে কর্মরত শ্রমিক সমাজ। এই সংগঠন সামাজিক দায়িত্ব পালনে সর্বদা এগিয়ে থাকে।