ঈদ উপলক্ষে বিকলাঙ্গ মানুষের হাতে বিভিন্ন কিট তুলে দেন প্রিন্স বিশ্বাস

বরাক তরঙ্গ, ৫ জুন : শিলচরের বর্তমান বন্যা পরিস্থিতির দরুণ আসন্ন ঈদ-উল-আজহা পালনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাম কাছাড়ের জনগণ। অনেকের ঘরবাড়ি জলের নীচে তলিয়ে যাওয়ায় মানুষ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। সমস্যার সম্মুখীন হচ্ছেন জেলার বিভিন্ন স্থানে থাকা শারীরিক ভাবে সক্ষম ব্যক্তিরাও। বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার কাছাড় বিকলাঙ্গ অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ালেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দক্ষিণ মুম্বাইয়ের সভাপতি প্রিন্স বিশ্বাস।

এদিন শিলচরের ঘনিয়ালা এলাকায় উপস্থিত হয়ে প্রিন্স বিশ্বাস অ্যাসোসিয়েশনের ৫০জনের অধিক বিকলাঙ্গ মানুষের হাতে ত্রাণ সামগ্রী সহ ঈদের কিট তুলে দেন। আগামী দিনেও উপত্যকার অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন তিনি।

ঈদ উপলক্ষে বিকলাঙ্গ মানুষের হাতে বিভিন্ন কিট তুলে দেন প্রিন্স বিশ্বাস

এদিকে, অ্যাসোসিয়েশনের তরফে বিকলাঙ্গ মানুষকে সরকারি চাকরি প্রদান, অরুণোদয় প্রকল্প তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের মাসিক ভাতা ৫ পাঁচ হাজার টাকা প্রদান করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। এদিন কাছাড় বিকলাঙ্গ অ্যাসোসিয়েশনের তরফে সভানেত্রী ফরিদা চৌধুরী, আইনজীবী রোশন লস্কর ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দক্ষিণ মুম্বাইয়ের সভাপতি প্রিন্স বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Spread the News
error: Content is protected !!