‘অপারেশন সিঁদুরের সাফল্য স্বনির্ভরতায়’, স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

‘অপারেশন সিঁদুরের সাফল্য স্বনির্ভরতায়’, স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

১৫ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের ভাষণে ‘অপারেশন সিঁদুর’ সফল হওয়ার পেছনে ভারতের ‘আত্মনির্ভরতা’কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “যদি ভারত স্বনির্ভর না হত, তাহলে এই সামরিক অভিযান এত সফলভাবে পরিচালনা করা সম্ভব হত না।” প্রসঙ্গত, এই নিয়ে টানা ১২ বার স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন মোদি। এর আগে কেবল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (১৭ বার) এবং ইন্দিরা গান্ধি (১৬ বার) তাঁর থেকে বেশিবার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এই স্বাধীনতা দিবসের বক্তৃতায় মোদি ‘আত্মনির্ভর ভারত’-কে ‘বিকশিত ভারত’ গড়ার ভিত্তি হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘অন্য দেশের ওপর নির্ভরশীলতা “বিপর্যয়ের কারণ” এবং দেশের স্বার্থ রক্ষার জন্য স্বনির্ভর হওয়া অপরিহার্য।’

‘অপারেশন সিন্দুর’ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, গত ৭ই মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) একাধিক সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়। এতে ১০০-র বেশি সন্ত্রাসবাদী নিহত হয়। এরপর পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে ভারত তা প্রতিহত করে এবং পালটা আঘাত হেনে পাকিস্তানের বিমানঘাঁটিগুলোতে হামলা করে। ১০ই মে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

প্রধানমন্ত্রী মোদি সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেন, “তাঁরা সন্ত্রাসের কারিগরদের এমন শাস্তি দিয়েছে যা তাদের কল্পনার বাইরে”। তিনি আরও বলেন, ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মোকাবিলায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি জানান, ভারত কোনও “পারমাণবিক হুমকি” বরদাস্ত করবে না এবং কোনও ধরনের ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!