মরিশাসের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১২ মার্চ : মরিশাস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান’ সম্মানে ভূষিত করা হল। সে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার।

মঙ্গলবার মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এই ঘোষণা করেন। প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। এই নিয়ে ২১টি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন তিনি।

দু’দিনের মরিশাস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেদেশের বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে এদিন উপস্থিত ছিলেন সেখানকার প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তাঁর মন্ত্রীসভা। ১২ মার্চ সেখানে ৫৭তম জাতীয় দিবস পালন করা হবে। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী মোদি। এদিন পোর্ট লুইসে সেখানকার ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই সম্মান প্রদানের কথা ঘোষণা করা হয়। এনিয়ে মরিশাসের জনগণ এবং সেই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

মরিশাসের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Author

Spread the News