মোদির বাসভবনে হরমনপ্রীতরা, আড্ডায় মাতলেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর : ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে গুজরাটের নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল রোহিত শর্মার ভারত। ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের চোখের জল মুছিয়েছিলেন মোদি। তবে এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি হয়নি। রবিবারই হরমনপ্রীত কাউরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ইতিহাস রচনা করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে তাঁরা। এই জয়ের পর থেকেই আবেগে ভাসছে গোটা দেশ। মঙ্গলবার রাতেই মুম্বই থেকে দিল্লিতে পা রেখেছে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজ বুধবার দলের খেলোয়ারদের সঙ্গে নিজের বাসভবনে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু দেখা বা সৌজন্য বিনিময় নয়, রীতিমতো ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে গল্প আড্ডায় শামিল হন। এবার মাঠে না থাকলেও খেলার প্রতিটি মুহূর্ত যে তিনি উপভোগ করেছেন এদিন তা জানান মোদি।
যখনই আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল হয়েছে, ক্রীড়াবিদদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিতে ভুল করেননি প্রধানমন্ত্রী। তা সে অলিম্পিকের সাফল্য হোক বা দাবা। ফলে বুধবারে সন্ধ্যেটা যে প্রধানমন্ত্রী মহিলা ক্রিকেটারদের জন্য রাখবেন তা আগে থেকেই ঠিক হয়েছিল। সেইমতো সন্ধ্যা ৬ টা নাগাদ ৭ লোককল্যাণ মার্গের বাসভবনে হেড কোচ আমুল মুজুমদারের সঙ্গে পা রাখেন ক্রিকেটাররা।
নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে প্রায় দুই ঘন্টা ধরে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দলকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানান, টানা তিনটি পরাজয় এবং সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের পরে টুর্নামেন্টে তাদের অসাধারণ প্রত্যাবর্তনের প্রশংসাও করেন। প্রধানমন্ত্রী সারা দেশের মেয়েদের জন্য খেলোয়াড়দের ফিট ইন্ডিয়ার বার্তাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও আহ্বান জানান। ভারতীয় ক্রিকেটারদের তরফে সকলের সই করা একটি জাতীয় দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

