আর্জেন্টিনায় পৌঁছলেন প্রধানমন্ত্রী

৫ জুলাই : পঞ্চদেশীয় সফরের তৃতীয় ধাপে এবার দু’দিনের জন্য আর্জেন্টিনায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) তিনি বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিগত ৫৭ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে  সেদেশে গেলেন। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই মোদিকে আর্জেন্টিনার স্থানীয় রীতি অভ্যর্থনা জানানো হয়। মোদি এক্স হ্যান্ডলের একটি পোস্টে লিখেছেন, ‘আর্জেন্টিনার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতের উপর আলোকপাত করে বুয়েনস আইরেসে অবতরণ করেছি। আমি প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে দেখা করতে এবং বিস্তারিত আলোচনা করতে আগ্রহী।’

বিদেশমন্ত্রক সূত্রে খবর, প্রতিরক্ষা, কৃষি, খনি, তেল ও গ্যাস, বাণিজ্য এবং বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত ও আর্জেন্টিনার অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য প্রধানমন্ত্রী মোদি সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বিস্তারিত আলোচনা করবেন।

Author

Spread the News