শ্রীমন্ত-কানিশাইল জিপিতে ভোটাভুটির মাধ্যমে সভাপতি রাইহা মান্না

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ জুলাই : উত্তর করিমগঞ্জ বিধানসভা অন্তর্গত শ্রীমন্ত-কানিশাইল গ্রাম পঞ্চায়েতের ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হল। বুধবার বদরপুর চৈতন্যনগর ব্লকে শ্রীমন্ত কানিশাইল জিপির সভাপতি পদে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছেন রাইহা মান্না খান। তিনি মোট ৯টি ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আফতাব উদ্দিন। উভয়ের নির্বাচনে অংশগ্রহণ ও জয়লাভকে কেন্দ্র করে পঞ্চায়েত এলাকায় আনন্দ ও আশার বাতাবরণ তৈরি হয়েছে।

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে সভানেত্রী রাইহা মান্না খানের প্রতিনিধি আব্দুল ফাত্তাহ সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়ে বলেন, এই বিজয় শুধু একজন প্রার্থীর নয়, বরং গোটা গ্রামবাসীর স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন। আমরা কৃতজ্ঞ আমাদের জিপির সকল স্তরের সাধারণ মানুষ ও নির্বাচিত ওয়ার্ড সদস্যদের প্রতি, যাঁদের সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না।

তিনি আরও আশ্বাস দেন যে, নতুন নেতৃত্ব আগামী দিনে গ্রামের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাবে এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে সদা সচেষ্ট থাকবে।

Spread the News
error: Content is protected !!