পাথারকান্দিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনকে সামনে রেখে পাথারকান্দি সমজেলায় চলছে জোর প্রস্তুতি। সরকারি নির্দেশনা অনুযায়ী, স্থানীয় প্রশাসন দিবসটি ব্যাপক আয়োজনে উদযাপনের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিদিনের প্রস্তুতি কার্যক্রম তদারকি করছেন কো-ডিস্ট্রিক্ট কমিশনার মিনার্ভ দেবী, সার্কেল অফিসার বলীন বাবা বালারীসহ জেলার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। পাথারকান্দি মুণ্ডমালা খেলার মাঠে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে দিনব্যাপী এনসিসি প্যারেড ও মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ২৬ জানুয়ারি সকাল ৯টায় মডেল এইচএস স্কুল মাঠে মুখ্য অতিথি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। জাতীয় সঙ্গীত পরিবেশন করবে হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন বিশেষ প্যারেড ও মার্চপাস্টে অংশ নেবে ১৫ এপি (আইআর) ব্যাটেলিয়ান, ভারত স্কাউট ও গাইড, এনসিসি জওয়ানসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় স্কুলগুলো আয়োজন করবে ধামাইল, ঝুমুর, মণিপুরি ও আদিবাসী নৃত্য। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চতুরঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৫টায় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সকাল ৬টায় মাইকের মাধ্যমে দেশাত্মবোধক গান পরিবেশিত হবে। এরপর জনগণের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

অপরদিকে, সকাল সাড়ে ৮টায় পাথারকান্দি থানায় মহাত্মা গান্ধী ও নেতাজির মূর্তিতে মাল্যদান করা হবে। দুপুর ২টায় জেলা প্রশাসন একাদশ বনাম ব্যবসায়ী সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় জাতীয় পতাকা অবনমনের পর সন্ধ্যায় আলোকসজ্জার মাধ্যমে দিবসটি শেষ হবে। পাথারকান্দি ব্যবসায়ী সমিতি দিবসটি উপলক্ষে হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল ও মিষ্টি বিতরণ করবে। পাশাপাশি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রশাসন থেকে নাগরিকদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পাথারকান্দিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি
পাথারকান্দিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি

Author

Spread the News