শ্রীশ্রী বৈকুন্ঠ ধাম আশ্রমে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি

শ্রীশ্রী বৈকুন্ঠ ধাম আশ্রমে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর তারাপুর কালিমোহন রোড স্থিত শ্রীশ্রী বৈকূন্ঠ ধাম আশ্রমে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যক্রমের মধ্যে দিয়ে। আগামী ৯ অক্টোবর বুধবার যষ্ঠী তিথিতে সায়ংকালে শ্রীশ্রী দুর্গা দেবীর আমন্ত্রণ, বোধন ও অধিবাস। বৃহস্পতিবার সপ্তমী তিথি দিবা ১২ টা ৩২ মিনিটে পর্যন্ত, শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। ১১ অক্টোবর শুক্রবার অষ্টমী তিথি দিবা ১২ টা ৭ মিনিট অবধি। সন্ধিপূজা দিবা ১১ টা ৪৭ মিনিট গতে আরম্ভ এবং ১২ টা৩১ মিনিটে মধ্যে সমাপন। ১২ অক্টোবর শনিবার নমি টিভি দিবা ১০ টা ৫৯ মিনিট অবধি। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহা নবমী কল্পারম্ভে বিহিত পূজা প্রশস্তা। ১৩ অক্টোবর রবিবার দশমী তিথি দিবা ৯টা ৯ মিনিটের মধ্যে দশমী পূজা সমাপন এবং শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বিসর্জনাস্তে কৃষি অপরাজিতা পূজা ও প্রশস্তা।

আশ্রমের অধ্যক্ষ বিস্ময় চমক গোস্বামী বলেন, আগামী বুধবার থেকে রবিবার অবধি শ্রী শ্রী দুর্গাদেবীর পূজা সম্পন্ন শাস্ত্রীয় সম্মতভাবে বিশ্ব কল্যাণ কামনায় প্রতিবছরের ন্যায় এইবারও তারাপুর কালী মোহন রোড স্থিত শ্রীশ্রী বৈকুন্ঠ ধাম আশ্রমে অনুষ্ঠিত হবে। তিনি এই চারদিনব্যাপী দুর্গোৎসবানুষ্ঠানটিকে সর্বাঙ্গসুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এই অঞ্চলের সকল সনাতনী ধর্মপ্রাণ ভক্তদেরকে উক্ত আশ্রম প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

শ্রীশ্রী বৈকুন্ঠ ধাম আশ্রমে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি
Spread the News
error: Content is protected !!