পাথারকান্দিতে নবনির্মিত বিজেপি মণ্ডল কার্যালয় উদ্বোধনের প্রস্তুতি চূড়ান্ত।

মোহাম্মদ জনি পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শ্রীভূমি জেলার পাথারকান্দির মন্ডলে ,অতি শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নবনির্মিত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মন্ডল কার্যালয়। দলীয় কর্মী-সমর্থকদের অক্লান্ত পরিশ্রম এবং নেতৃত্বের অঙ্গীকারে গড়ে ওঠা এই স্থায়ী দফতর স্থানীয় রাজনীতির পাশাপাশি জনসংযোগের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। রবিবার রাতে পরিদর্শনে এসে রাজ্যের মীন পশু পাল ভেটেনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী ও পাথারকান্দির জনপ্রিয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পল চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি উপস্থিত দলীয়,নেতা,কর্মীদের উপস্থিতিতে জানান, এটি শুধু একটি ভবন নয়, এটি কর্মীদের ত্যাগ, নিষ্ঠা এবং মানুষের সেবায় দলের অঙ্গীকারের প্রতীক।

জানা গেছে, খুব শীগ্রই নবনির্মিত এই বিজেপি কার্যালয়ের মহা-উদ্বোধন করবেন অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও অতিথিবৃন্দ।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আরও বলেন, মুখ্যমন্ত্রীর দূরদর্শী ভিশন ভ প্রতিটি মণ্ডলে স্থায়ী বিজেপি কার্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। পাথারকান্দিতে তারই বাস্তব প্রতিফলন হতে চলেছে এই কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে। তাঁর মতে, এই অফিস শুধু রাজনীতির কেন্দ্র হিসেবেই নয়, সাধারণ মানুষের সমস্যার সমাধান, উন্নয়নের পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

স্থানীয় বিজেপি কর্মীরা জানিয়েছেন, এই কার্যালয়ের উদ্বোধন তাদের কাছে এক আবেগঘন মুহূর্ত। দীর্ঘদিনের পরিশ্রম ও অপেক্ষার পর তারা পাচ্ছেন নিজেদের স্থায়ী দফতর, যেখানে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালীভাবে পরিচালিত হবে।

অন্যদিকে, রাজনৈতিক মহল মনে করছে পাথারকান্দির বিজেপির নতুন কার্যালয় শুধু সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে না, বরং মানুষের সঙ্গে দলের সরাসরি সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Spread the News
error: Content is protected !!