বড়গুল আদরকোণায় বিহু উদযাপনে প্রস্তুতি জোরকদমে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : অসম রাজ্যের দক্ষিণ প্রান্তের বরাক উপত্যকার শ্রীভূমি জেলার বদরপুর বিধানসভা এলাকার বড়গুল আদরকোণা ঘিলাইজান সহ আরোও কয়েকটি গ্রাম অসমিয়া সংস্কৃতির একটি সমৃদ্ধ কেন্দ্র। বিহু যা অসমিয়া জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব, এই সব গ্রামে অত্যন্ত উৎসাহের সঙ্গে বিহু উদযাপনে প্রস্তুতি চলছে জোরকদমে। প্রতিবার বিহুর প্রস্তুতির সময় আদরকোণা বড়গুল ঘিলাইজান গ্রামে বসবাসকারী অসমিয়া পরিবারগুলো ঐতিহ্যবাহী ভোজের আয়োজন করে, যেখানে পিঠা-পুলি, নাড়ু এবং অন্যান্য মিষ্টান্ন তৈরি করা হয়। গ্রামের যুবক-যুবতীরা বিহু নৃত্য ও গানের অনুশীলন করে যাতে উৎসবের দিন এগুলো সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারে। এছাড়াও, গ্রামে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, যাতে পরিবেশ সুস্থ এবং আনন্দময় থাকে।

বিহুর সময়, আদরকোণা গ্রামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে গ্রামের পুরুষ মহিলা যুবক যুবতী সব বয়সের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানগুলো গ্রামের মানুষের মধ্যে এক আনন্দময়,পরিবেশ তৈরী হয়। গ্রামের মানুষ খোলা মাঠা ভেলা ঘর তৈরি করে বিহু নিত্যা সহ হাঁস মুরগী মাংস সহ বিভিন্ন ধরনের সুসাদের রকমারি খাবার পিঠা পুলি তৈরি করা হয়।

এদিকে, রবিবার শ্রীভূমি জেলার সাংসদ কৃপানাথ মালা উক্ত গ্রামে উপস্থিতি হয়ে গ্রামের বসবাসকারী অসমিয়া জনগণের সঙ্গে সক্ষাৎ করে বিহু শুভেচ্ছা বিনিময়ে করেন। এমনকি সাংসদ কৃপানাথ মালা নিজ হাতে হাঁসের মাংস রান্নাও করেন। একই সঙ্গে সাংসদ স্থানীয় অসমিয়া মহিলাদের সঙ্গে বিহু গানার তালের নৃত্য করেন। বিহুর সময় আদরকোণা গ্রামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এতে মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানগুলো গ্রামের মানুষের মধ্যে একতা এবং ভ্রাতৃত্বের অনুভূতি বৃদ্ধি করে। প্রতি বছর আদরকোনা গ্রামে এই বিহুর এই প্রস্তুতি এবং উদযাপন গ্রামবাসীদের অসমিয়া সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতিফলন।
