পাথারকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, ভোটের উত্তাপে সরগরম

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : পাথারকান্দির কেন্দ্রে লোয়াইরপোয়া ও পাথারকান্দি ব্লকের গ্রামীণ প্রান্তরে বইছে ভোটের হাওয়া। দুয়ারে দুয়ারে আলোচনা এখন একটাই, কে হবেন আগামী পঞ্চায়েতের কাণ্ডারী? নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। বিশেষ করে গ্রুপ সদস্য পদে দলীয় প্রতীকের অনুপস্থিতি এবার নির্বাচনী লড়াইকে করেছে আরও জমজমাট ও উত্তেজনাপূর্ণ। ইলেকশন কমিশনার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী বাছাইয়ে বিভিন্ন রাজনৈতিক দলে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। তবে এবারের নির্বাচনে গ্রুপ সদস্য পদে দলীয় প্রতীক ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করার নিয়ম চালু হওয়ায় প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রার্থীর লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে গ্রামীণ রাজনীতির উত্তাপ এখন তুঙ্গে।

পাথারকান্দি কেন্দ্রের লোয়াইরপোয়া জেলা পরিষদ আসনে শাসক দল বিজেপির একাধিক প্রার্থীর নাম সামনে এলেও বিরোধী পক্ষ, বিশেষ করে কংগ্রেস শিবিরে এখনও তেমন সাড়া-শব্দ শোনা যাচ্ছে না। ভারতীয় জনতা পার্টি তাদের দলীয় প্রার্থী চয়ন প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে রয়েছে। দলীয় ভেদাভেদ এড়াতে এবং ঐক্য ধরে রাখতে প্রার্থীদের মধ্যে সমঝোতার লক্ষ্যে ঘন ঘন বৈঠক করছেন বিজেপির নেতারা ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

অন্যদিকে, কংগ্রেসের কার্যকলাপে এখনও প্রাণ সঞ্চার দেখা যাচ্ছে না, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও গ্রুপ সদস্য পদে সরাসরি কোনও দলীয় রাজনীতির সংযোগ নেই, তবুও পরোক্ষভাবে রাজনৈতিক দলের টিম ওয়ার্ক এখানে বড় প্রভাব ফেলছে।

পাথারকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, ভোটের উত্তাপে সরগরম

লোয়াইরপোয়া জেলা পরিষদ আসনে বিজেপির হয়ে জেলা পরিষদ সদস্য পদের জন্য ছয়জন প্রার্থী আবেদন করেছেন বলে সূত্রে জানা গেছে। এছাড়াও বাজারিছড়া গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্যও বিজেপির ছয়জন প্রার্থী আবেদন জমা দিয়েছেন। একাধিক প্রার্থী থাকায় স্থানীয় পর্যায়ে সমঝোতা সম্ভব না হওয়ায় তাঁদের নাম জেলা নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে বলে খবর।

তবে বিরোধী শিবির কংগ্রেস এখনও পর্যন্ত বাজারিছড়া জিপিতে কোনো তৎপরতা দেখাতে পারেনি, যা রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পাথারকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, ভোটের উত্তাপে সরগরম

এদিকে, প্রার্থীরা মনোনয়নের সঙ্গে জমা দিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছেন। গোটা অঞ্চলে এখন ভোটের হাওয়া বইছে। চৈত্রের খরতাপকেও ছাপিয়ে গেছে রাজনৈতিক উত্তেজনার পারদ। গ্রামে গ্রামে এখন শুধুই ভোটের গল্প, আলোচনা আর ভবিষ্যৎ নেতৃত্বের হিসেব-নিকেশ। মোট কথা পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর পাথারকান্দির গ্রামীণ এলাকায় শুরু হয়েছে টানটান উত্তেজনা। গ্রুপ সদস্য পদে দলীয় প্রতীকের অনুপস্থিতিতে প্রতিটি ওয়ার্ডে দেখা দিচ্ছে একাধিক প্রার্থীর লড়াইয়ের সম্ভাবনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে জোর প্রস্তুতি ও বৈঠকের ব্যস্ততা এখন চরমে। ভোটের আবহে চৈত্রের খরতাপকেও যেন হার মানাচ্ছে রাজনীতির উত্তাপ।এককথায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে ভোটের উত্তাপে সরগরম হয়ে উঠেছে পাথারকান্দি!

Author

Spread the News