অকালে প্রয়াত উঠতি ফুটবলার জুবাইর আহমেদ

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : অকালে চলে গেলেন উঠতি ফুটবলার তথা সোনাই সেলুরপার এলাকার বাসিন্দা  জুবাইর আহমেদ লস্কর। শনিবার সকাল ৫টা নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজ দুপুর ১-৩০ মিনিটে  জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শাহাদুল্লাহ বড়ভূইয়ার দ্বিতীয় ছেলে জুবাইর ক্রীড়া, সাংস্কৃতিক ও ইসলামিক নানা অনুষ্ঠানে জড়িত থাকায় সবার সোনাইয়ে বেশ পরিচিত ছিলেন। তিনি একজন ভাল ফুটবলারও ছিলেন। ভদ্র-নম্র প্রকৃতির জুবাইরের অমায়িক ব্যবহারে সবার প্রিয় ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি রেখে গেছেন মা, বাবা, তিন ভাই সহ পরিজনদের।

Spread the News
error: Content is protected !!