আচার্য দেবের জন্মদিনে বন্যার্তদের মধ্যে প্রসাদ বণ্টন হাইলাকান্দি সৎসঙ্গ বিহারের

আচার্য দেবের জন্মদিনে বন্যার্তদের মধ্যে প্রসাদ বণ্টন হাইলাকান্দি সৎসঙ্গ বিহারের

বরাক তরঙ্গ, ৭ জুন : হাইলাকান্দি শহরের প্রবেশ পথেই রয়েছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের মন্দির। কিন্তু সাম্প্রতিক বন্যায় এই মন্দির প্রাঙ্গণ সহ কলেজে রোডের আশপাশ এলাকায় জল প্রবেশ করে। এজন্য জনদুর্ভোগ বেড়ে যায়। পরবর্তীতে গাংপার ধুমকর সহ পার্শ্ববর্তী  এলাকার বানভাসিরা প্রথমে এসএস কলেজে এরপর এপিএসসি পরীক্ষার জন্য কলেজ থেকে তাদের ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। তবে এখন জল কমতে শুরু হয়েছে। কিন্তু সব জনগণ এখনও ঘরে ফিরতে পারেনি। এই পরিপ্রেক্ষিতে শনিবার মন্দির প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমে পড়েন শিষ্যবৃন্দরা। তাছাড়া এদিন আচার্য দেবের জন্ম তিথি উপলক্ষে ওই এলাকার বানভাসি দের মধ্যে ভাত তরকারি বিতরণ করা হয় বলে জানান মন্দিরের অন্যতম শিষ্য রাজু পুরকায়স্থ। সবাই মিলে এই অন্নদানের সংকল্পকে সম্পন্ন করে বানভাসিদের তৃপ্ত করেন।

আচার্য দেবের জন্মদিনে বন্যার্তদের মধ্যে প্রসাদ বণ্টন হাইলাকান্দি সৎসঙ্গ বিহারের

এতে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন সৎসঙ্গের  সুতপ ভৌমিক, অপু রঞ্জন দে, প্রাক্তন পুর সদস্য অরুন দাস, অশোক ভট্টাচার্য, জয় পুরকায়স্থ, অভিষেক দে, বিশ্বজিৎ চক্রবর্তী, বাপ্পা রায়, বাবু দত্ত, বিভাভূষণ চক্রবর্তী, ছোটন ঘোষ,সানি পাল, সৈলেন্দ্র সূত্রধর, স্বপন সূত্রধর, টিংকু দাস, বাবুল ঘোষ,শুভজিৎ দে, বুলন দাস, প্রদীপ পাল, রাজু পুরকায়স্থ প্রমুখ।

এদিকে, ভাত তরকারি, পানীয় জল ইত্যাদির ব্যাবস্থা করে দেওয়ায় বানভাসিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও, জেলা প্রশাসনের পাশাপাশি প্রাক্তন বিধায়ক রাহুল রায় ও তাদের সেবায় এগিয়ে আসার জন্য ভুক্তভোগী জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আচার্য দেবের জন্মদিনে বন্যার্তদের মধ্যে প্রসাদ বণ্টন হাইলাকান্দি সৎসঙ্গ বিহারের
Spread the News
error: Content is protected !!