আজ থেকে প্রভুপাদ রাধারমনের আবির্ভাব তিথি মহোৎসব পাথারকান্দিতে

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : প্রভুপাদ রাধারমনের আবির্ভাব তিথি মহোৎসব পালন নিয়ে ব্যাপক প্রস্তুতি পাথারকান্দির সেবা সমিতির। বিগত বছরগুলোর ন্যায় এবারও আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর এই তিনদিন ব্যাপী ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১১০ তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্মের মাধ্যমে পালিত হবে পাথারকান্দিতে। পাথারকান্দির রাধারমণ সেবাশ্রম প্রাঙ্গনেই রাধারমণ সেবা সমিতির উদ্যেগে আয়োজিত এই মহোৎসবকে ঘিরে প্রভুপাদের হাজার হাজার ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে।

তিনদিন ব্যাপী এই মহোৎসবকে সামনে রেখে ইতিমধ্যে একটি উৎসব পরিচালন কমিটি ও গঠন করা হয়ে গেছে। তিনদিনের কার্য‌্যসূচী অনুযায়ী আগা‌মী ১৪ ডিসেম্বর শনিবার অধিবাসের ম‌ধ্যে দি‌য়ে অনুষ্ঠান‌ের সূচনা হ‌বে। এদিন সন্ধ্যায় পাশ্ববর্তী লঙ্গাই নদী থেকে জল আনয়‌নের মাধ্যমে প্রভুপাদের স্নান সমাপন শে‌ষে রাত আটটা থে‌কে শুরু হ‌বে সমবেত উপাসনা। পরদিন অর্থাৎ ১৫ ডিসেম্বর ভোরবেলা প্রভুপাদ রাধারম‌ণের মঙ্গলারতি। এদিন সকাল সাতটায় পূণ্য স্নান সমাপনের মাধ্যমে শুরু হ‌বে দিনব‌্যাপী পূজার্চনা। এ‌তে গীতা পাঠ ও শ্রীনাম কীর্ত্তন ভোগ আরতী সহ দুপুর দু’টায় মহাপ্রসাদ বিতরণ করা হ‌বে।সন্ধ্যা সাতটা থেকে র‌য়ে‌ছে সমবেত উপাসনা ও অঞ্জলী প্রদান প‌র্ব। পরদিন ১৬ ডিসেম্বর সোমবার নন্দোৎসবের মাধ্যমে এই মহ‌তি আবির্ভাব উৎসবের সমাপন হবে। মহোৎসবে ভক্তপ্রাণ জনগ‌ণের উপস্থিতি সহ স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন আ‌য়োজক ক‌মি‌টির কর্মকর্তারা।

আজ থেকে প্রভুপাদ রাধারমনের আবির্ভাব তিথি মহোৎসব পাথারকান্দিতে
Spread the News
error: Content is protected !!