পাথারকান্দিতে মাদক সহ ধৃত দুই পাচারকারী
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে শ্রীভূমি জেলার পুলিশের ধারাবাহিক কঠোর পদক্ষেপের কিছু দিন পর পর ধরা পড়ছে নেশা জাতীয় অবৈধ মাদক সহ পাচারকারীরা। এই ধারাবাহিকতায় মধ্যে পাথারকান্দি থানার পুলিশের অভিযানে বৃহস্পতিবার বড়সড় সাফল্য আসে। এদিন গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাথারকান্দি থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ত্রিশ লাখ টাকার হেরোইনসহ দুই সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সূত্রের খবর অনুযায়ী, AS 24B 4450 নম্বরের একটি সাদা রঙের অল্টো গাড়িতে করে মাদক পাচারের চেষ্টা চলছিল। পুলিশ ওৎপেতে বসে থাকলে এক সময় পাথারকান্দি রেলস্টশন থেকে গাড়িটি বের হতেই পুলিশের বিশেষ দল গাড়িটি আটক করে। পরবর্তীতে তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭টি বাক্স উদ্ধার হয়। এই বাক্সগুলোর মধ্যেই রাখা ছিল হেরোইন। মোট ৭৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার কালো বাজারমূল্য প্রায় ত্রিশ লাখ টাকার মতো হবে বলে অনুমান পুলিশের।
এই অভিযানে গ্রেফতার হয়েছে দুই সরবরাহকারী এনামুল হক, বাড়ি রাতাবাড়ি থানা অধীন সোনাইপুর গ্রামে। অপর জনের নাম জবরুল হক, বাড়ি মহিতোষপুর গ্রামে বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সরবরাহের সঙ্গে জড়িত। তদন্তকারীদের সন্দেহ, এদের সঙ্গে একটি বড় আন্তর্জাতিক মাদক চক্রের যোগ রয়েছে।

