পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিক্ষোভ শিলচরে
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : শিলচরে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ পোস্ট অফিসের সাফাই কর্মীদের। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে পোস্ট অফিস ডিভিশন কার্যালয়ের সামনে সাফাই কর্মীদের বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড ও ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন।
বিক্ষোভ চলাকালীন সাফাই কর্মীরা জানান, ২ মাস ধরে তাদের বকেয়া বেতন দেওয়া হয়নি এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে সাফাই কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন সাফাই কর্মীরা। এ বিষয়ে ডাক বিভাগের আধিকারিকের সঙ্গে কথা বলেও কোন ফল পাননি। উল্টো চাকরি থেকে বরখাস্তের হুমকি শুনতে হয়েছে বলে তাঁরা জানান। পুনরায় সাফাই কর্মীরা বিভাগীয় আধিকারিক সহ সরকারের কাছে তাঁদের দাবি পূরণের আবেদন করেন।