পুলিশ বাহিনীর গাড়িতে হামলা, আহত পুলিশকর্মী সহ সাংবাদিক

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : হোজাইয়ে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। দীঘলবালির কিছু উত্তেজিত মানুষ পুলিশ বাহিনীর গাড়িতে হামলা চালিয়েছে। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। খবর অনুযায়ী, কোনও একটি ঘটনার তদন্তের জন্য পুলিশ দল দীঘলবালিতে উপস্থিত হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, মঙ্গলবার তদন্তের জন্য যাওয়া পুলিশ দলের সঙ্গে প্রথমে স্থানীয় কিছু মানুষের বাগ্‌বিতণ্ডা হয়। এরপর পরিস্থিতি আরও অবনতির দিকে যায় এবং পরে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি পুলিশের ওপর হামলাও চালায়।

এই সময় খবর সংগ্রহের জন্য যাওয়া এক সাংবাদিকের মোটরসাইকেলও দুষ্কৃতীরা ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ আকাশে গুলি চালাতে বাধ্য হয়। এদিকে, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আধাসামরিক বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়।

জেলার পুলিশ সুপার সৌরভ গুপ্তাও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানিয়েছেন, এই ঘটনায় এক সাংবাদিকসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও জওয়ান আহত হয়েছেন। উত্তেজিত জনতার হামলায় পুলিশের ৬টি গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

তবে, অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে পুলিশ জানিয়েছে। তবুও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছ।

Spread the News
error: Content is protected !!