পুলিশ কর্মী আবিদ হোসেন মজুমদার প্রয়াত

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : অসম পুলিশের কনস্টেবল তথা রূপাইবালি জিপির শিবপুর প্রথম খণ্ডের বাসিন্দা  আবিদ হোসেন মজুমদার আর নেই। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর। পুলিশ রিজার্ভে কর্মরত ছিলেন তিনি। রবিবার রাতে তিনি বাড়িতে ছিলেন।রাত ১২ টা নাগাদ অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে শিলচরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষনিঃশ্বাস ত‍্যাগ করেন। 

সোমবার দুপুর দেড়টায় প্রয়াত আবিদ হোসেন মজুমদারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ আত্মীয়স্বজন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Author

Spread the News