আজব কাণ্ড স্কুল কর্তৃপক্ষের, প্রজাতন্ত্র দিবসে উত্তোলন হওয়া পতাকা পরদিন নামালো পুলিশ

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : পুলিশ নামালো বড়খলার এক স্কুলে উত্তোলন করা জাতীয় পতাকা। কাণ্ডটি বড়খলার বদররপুর-মাছিমপুর এমই স্কুলের।
প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন স্কুল কর্তৃপক্ষ। পরদিন আজ, সোমবার সকালে পুলিশ পতাকাটি নামালো। এতে স্কুলের প্রধান শিক্ষক সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে  পতাকার চরম অবমাননার অভিযোগ আনলেন স্থানীয় জনগণ। 

এ কাণ্ড নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। স্কুলের প্রধান শিক্ষক
মুফিজুর রাহমান বড়ভূইয়া সহ স্কুলের শিক্ষকদের পতাকা অবমাননায় শাস্তির দাবি জানান।প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে উত্তোলন করা জাতীয় পতাকা পরদিনও উড়ছে দেখে সৃষ্টি হয় বিতর্কের। খবর পৌঁছে পুলিশে। বড়খলা থানার আধিকারিক মণিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ জাতীয় পতাকা নামিয়ে থানায় নিয়ে যায়।

আজব কাণ্ড স্কুল কর্তৃপক্ষের, প্রজাতন্ত্র দিবসে উত্তোলন হওয়া পতাকা পরদিন নামালো পুলিশ
আজব কাণ্ড স্কুল কর্তৃপক্ষের, প্রজাতন্ত্র দিবসে উত্তোলন হওয়া পতাকা পরদিন নামালো পুলিশ

Author

Spread the News