গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল মাধব

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : হৃদয়বিদারক ঘটনা। নিজের বন্দুক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতায় গুলি বেরিয়ে প্রাণ গেল অসম পুলিশের এক জওয়ানের। এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় ডিব্রুগড়ে। মাধব চুতিয়া নামে এক কনস্টেবল বন্দুক পরিষ্কার করছিলেন। হঠাৎ ট্রিগারে হাত লেগে গুলিবিদ্ধ হন মাধব। এবং মৃত্যু ঘটে কনস্টেবল মাধব চুতিয়ার। 
ঘটনাটি ঘটেছে রবিবার। 

ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে মাধবের নিথরদেহ। কর্মস্থল থেকে একে৪৭ নিয়ে বেরিয়েছিলেন মাধব চুতিয়া।  ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশসুপারের পিএসও ছিলেন।

গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল মাধব

Author

Spread the News