লরির ধাক্কায় হত পুলিশকর্মীকে শেষ শ্ৰদ্ধা পুলিশ প্রশাসনের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : চুরাইবাড়িতে লরির ধাক্কায় হত পুলিশ কর্মীকে শেষ শ্ৰদ্ধা জানাল পুলিশ প্রশাসন। শনিনার বিকেলে শ্রীভূমি পুলিশ রিজার্ভে প্যারেড মার্চ ও পুষ্পার্ঘ্য অর্পণ করে পুলিশ কনস্টেবল উজ্জ্বল বরাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা, ডিএসপি নারায়ণ বড়ো সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। এদিকে, পুলিশকর্মীর মৃতদেহ বর্তমানে যোরহাটের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মৃত পুলিশকর্মী ২০২২ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পুলিশ মহল।
উল্লেখ্য, শনিবার কাকভোরে ত্রিপুরা থেকে একটি বার চাকার কার্টন বোঝাই লরি চুরাইবাড়ি পুলিশ চেক গেটে পৌঁছলে গাড়িকে চেকিংয়ের জন্য সিগন্যাল দেয় স্থানীয় পুলিশ। এতে লরি চালক গাড়িটি দাঁড় না করিয়ে দ্রুত গতিতে পুলিশের ব্যরিকেড ভেঙে এগোতে গেলে লরির সংস্পর্শে এসে গুরুতর আহত হন উজ্জ্বল বরা।
ঘটনার পর টিআর ০১ এইউ ১৬৭২ নম্বরের লরিটি পালিয়ে যেতে রাতাবাড়ি এলাকায় প্রবেশ করে। ফলে সঙ্গে সঙ্গেই রাতাবাড়ির ওসি বিমল ছেত্রী পুলিশ বাহিনী নিয়ে লরির পিছু ধাওয়া করেন। কিন্তু দুল্লভছড়া নিভিয়া সড়কের ফানাইরবন্দ এলাকায় এসে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা গ্রস্ত হয়ে সড়কের পাশে পাল্টে যায়। সেই সঙ্গে রাতাবাড়ি থানার গাড়িও দুর্ঘটনায় পতিত হয়। এতে ওসি বিমল ছেত্রীও অল্প আহত হয়েছেন। পরবর্তীতে ঘাতক লরিচালক অভিজিৎ শব্দকর ও খালাসি গিয়াস উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। চালক অভিজিৎ শব্দকারের বাড়ি ত্রিপুরার পানিসাগর এলাকার কালীবাড়ি গ্রামে ও খালাসি গিয়াস উদ্দিনের বাড়ি ত্রিপুরার চানপুর এলাকায়। লরিটিতে ব্যবহৃত খালি কার্টন বোঝাই ছিল। পুলিশের ধারনা ছিল কোন অবৈধ সামগ্রী লুকিয়ে পাচার করতে গিয়ে চেকিং এ পুলিশ কনেস্টবলকে খুন করে পালিয়েছে লরি চালক।
শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতা সহ পুলিশের অন্যান্যা আধিকারিকরা ও ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা লরিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নীচে থাকা গোপন চেম্বার থেকে দশটি কৌটা ভর্তি ২০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা বলে জানা গেছে। পুলিশ হত্যাকারী লরি চালক ও খালাসিকে থানায় নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।