ইয়াসির ‘ছবি গুপ্ত স্মৃতি’ পুরস্কার পাচ্ছেন কবি মধু পারেখ
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) সেন্ট্রাল কমিটি ‘অ্যাওয়ার্ড সেরিমনি’– ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর। এ বছর ইয়াসির ‘ছবি গুপ্ত স্মৃতি’ পুরস্কার পাচ্ছেন শিলচরের জাতীয় খ্যাতিসম্পন্ন হিন্দি কবি মধু পারেখ। এই পুরস্কার অষ্টমবারের মতো প্রদান করছে ইয়াসি। বরাক উপত্যকার প্রতিটি জেলার একজন খ্যাতনামা শিক্ষককে প্রদান করা হবে চতুর্থ “পার্থসারথি চন্দ স্মৃতি’ পুরস্কার।
এই পুরস্কার পাচ্ছেন অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক রতনকুমার রায় (কাছাড়), ইস্ট রাংগাউটি এমই স্কুলের শিক্ষিকা পারভিন চৌধুরী (হাইলাকান্দি) এবং পাথারকান্দি এলাকার জারালা এলপি স্কুলের সুস্মিতা নমশূদ্র (শ্রীভূমি)–কে। ইয়াসির বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে এই ব্যক্তিত্বদের চয়ন করা হয়েছে।
এ বছর থেকে ইয়াসি বরাক উপত্যকার একজন খ্যাতনামা শিক্ষককে মরণোত্তর সম্মাননাও প্রদান করবে। এ বছর সর্বসম্মতভাবে প্রথমবারের মত , পালংঘাট CCJC হায়ার সেকেন্ডারি স্কুলের প্রয়াত শিক্ষক অমলকান্তি দাসকে সম্মান জানানো হবে। আগামী ২০ সেপ্টেম্বর বিকেল ২টা থেকে শিলচর পেনশনার্স ভবনে আয়োজন করা হনে অনুষ্ঠানটি।
অন্যদিকে, ইয়াসি আয়োজন করবে দ্বিতীয় “সুদর্শন গুপ্ত মেমোরিয়াল মেরিট টেস্ট কনটেস্ট ২০২৫”, যা অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর বরাক উপত্যকার পাঁচটি ভিন্ন স্কুলে। এর পুরস্কার বিতরণ করা হবে আগামী ২৬ অক্টোবর। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) প্রণয় নাগ এবং সাধারণ সম্পাদক (প্রশাসন) আহাদ লস্কর সকলকে এগিয়ে আসার এবং এই তিনটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন।