বাংলাদেশের সাম্যের দেবদূত উপাধি পাচ্ছেন কবি-সাংবাদিক নীহাররঞ্জন

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : শ্রীভূমির বিশিষ্ট কবি-সাংবাদিক তথা বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের চেয়ারম্যান নীহাররঞ্জন দেবনাথ এবার সাম্যের দেবদূত উপাধি পাচ্ছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে। এই অশান্ত সংঘাতময় পৃথিবীতে ঐক্য, শান্তি, সংহতি, বিশ্ব মানবপ্রেম ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে নীহাররঞ্জন দেবনাথের অসাধারন অবদানের জন্য তাঁকে সাম্যের দেবদূত উপাধি দিতে চলেছে বাংলাদেশ। আগামী ১৭ ডিসেম্বর সিলেটে একটি সভায় তাঁকে এমন বিরল সম্মান জানানো হবে। বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ বাংলাদেশ কমিটি নীহাররঞ্জন দেবনাথকে দেবে সাম্যের দেবদূত উপাধি।
   
এদিকে “মাতৃভাষা জয়ী কৃতি বাঙালি সম্মান”ও লাভ করতে চলেছেন মহারাজাধিরাজ উপাধিপ্রাপ্ত বিশিষ্ট কবি-সাংবাদিক মানবাধিকার কর্মী করিমগঞ্জের নীহাররঞ্জন দেবনাথ।
এমন সম্মাননা গ্রহণ করতে ২১ ডিসেম্বর কলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক সাহিত্য দিশারী গোষ্ঠীর আয়োজনে ২১ ডিসেম্বর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক পর্যায়ের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারত ও বাংলাদেশের বহু কবি সাহিত্যিক এই আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিতে আসছেন।

বাংলাদেশের সাম্যের দেবদূত উপাধি পাচ্ছেন কবি-সাংবাদিক নীহাররঞ্জন

Author

Spread the News