বিশ্ব পরিবেশ দিবসে শিলচর মর্নিং ক্লাবের বৃক্ষ রোপণ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জুন : বৃক্ষ রোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করল শিলচর মনিং ক্লাব। বুধবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে কেন্দ্র করে শিলচর জেলা ক্রিয়া সংস্থার চত্বরে বৃক্ষ রোপণ করেন ক্লাবের সদস্যরা। কর্মসূচি চলাকালীন ডিএসএ-র সাধারণ সম্পাদক অতুনু ভট্টাচার্য বলেন, বৃক্ষ রোপনের মাধ্যমে আবহাওয়াকে কিছুটা হলেও সুরক্ষিত করা যাবে। তাই সবাইকে বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসতে হবে।

মর্ণিং ক্লাবের সভাপতি রাজকুমার পাল বলেন, গাছ মানুষের প্রাণ, একটি বৃক্ষ যেমন ফল দেয়, তেমনি বিশুদ্ধ আবহাওয়া আমাদের প্রদান করে, সেই আবহাওয়ার দ্বারাই মানুষ বাঁচে ও বাড়ে। এ দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের উপ সভাপতি সুজন দত্ত, মিহির পাল, সাধারণ সম্পাদক তমাল দত্ত, জয়ন্ত দাস সহ অন্যান্য সদস্যরা।

Author

Spread the News