প্লেন ক্র্যাশ : ১০০ মৃতদেহ বেরোলো, শোক অমিত শাহর

১২ জুন : আহমেদাবাদ বিমানবন্দরে বিমান দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। দৈনিক ভাস্কর পত্রিকার খবর অনুযায়ী, বিমানের ধ্বংসাবশেষ থেকে ১০০টি ঝলসে যাওয়া ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে অনেককে গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। ভারতীয় সেনা সদস্য এবং এনডিআরএফের ৬টি দল উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

আহমেদাবাদের ঘটনা নিয়ে শোকবার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছেন, ‘আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপিন্দর প্যাটেলের সঙ্গে কথা বলেছি। এছাড়াও রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে।’

Spread the News
error: Content is protected !!