ফের শিববাড়ি রোড পরিদর্শন পীযূষের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মে : শুক্রবার সকালে ফের শিলচর-কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোডের রাস্তা সহ নদী জল ও বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকা। পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী দশ দিনের ভেতরে এই রাস্তাটির নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। এখানে এলিমিটেড রোড বানানো হবে। রাস্তা সহ নদী-বাঁধের কোনও ধরনের আর সমস্যা হবে না। এই সরকার জনগণের সমস্যা নিরসনের সরকার।
দশ দিনের ভেতরে রাস্তার নির্মাণ কাজ শুরু হবে : মন্ত্রী
প্রত্যেকটি বিভাগ বন্যার সময় বন্যার নিয়ন্ত্রনে আনার জন্য দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছে। এখন বহু অংশে নিয়ন্ত্রণে এসেছে বন্যা পরিস্থিতি বলে জানান মন্ত্রী পীযূষ হাজরিকা।
এদিন সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় সহ বিভাগীয় আধিকারিকরা।