লালায় পুরোহিতদের বিশেষ প্রশিক্ষণের

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : লালা ১০ নং ওয়াডে শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুরোহিতদের নিয়ে এক দিবসীয় বিশেষ প্রশিক্ষণের আয়োজন  করা হয়। সোমবার প্রশিক্ষণে লালার বিভিন্ন প্রান্তের পুরোহিতরা অংশ গ্রহণ করেন। শিবিরে পূজার বিভিন্ন তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের করে প্রশিক্ষণের সূচনা করেন শিলচর থেকে আগত বিশিষ্ট পণ্ডিত গৌতম চক্রবর্তী। পূজার বিধির সঠিক প্রয়োগ ও পূজার ধারাবাহিক ক্রম নিয়ে আলোচনা করেন গৌতম চক্রবর্তী ও পূজার ঘট স্থাপন থেকে শুরু করে বৈদিক হোম  ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন সুমন ভট্টাচার্য। প্রশিক্ষণে ২৫ জন পুরোহিত অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ সঞ্চালনা করেন লালা শাখার সভাপতি অমলকুসুম  চক্রবর্ত্তী। অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিশিষ্ট পুরোহিত স্বপন ভট্টাচার্য, গোবিন্দলাল চ্যাটার্জি, লালবিহারী  চক্রবর্ত্তী, সুকান্ত  চক্রবর্তী, মিঠুন  চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, প্রশান্ত চক্রবর্তী, গোবিন্দ চক্রবর্তী প্রমুখ।

লালা শাখার সভাপতি তথা সংযোযক অমলকুসুম চক্রবর্তী লালার বিশিষ্ট ব্যবসায়ী নন্দলাল দাসকে ধন্যবাদ জাপন করেন  অনুষ্ঠানের প্রতি বছরের ন্যায় এবার সম্পূর্ণ আর্থিক সহায়তা করার জন্য। কালীমন্দির পরিচালন কমিটিকে ও ধন্যবাদ জাপন করেন। শান্তি মন্ত পাঠের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

Spread the News
error: Content is protected !!