মঙ্গলপুর থেকে আমলদার রাস্তার নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ জনতার

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ জুলাই : সোনাইর মঙ্গলপুর থেকে আমলদার রাস্তার নির্মাণ কাজ নিয়ে সরব হলেন এলাকার একাংশ লোক। পূর্ত বিভাগ থেকে ৮২ লক্ষ টাকা বরাদ্দে গত বছর সোয়া কিলোমিটার এই রাস্তার নির্মাণ কাজের শিলান্যাস করেছিলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। কিন্তু কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী না করায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

শুক্রবার বিকেলে রাস্তায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে নাজির হোসেন, জয়ন্তমণি সিংহ, আব্দুল করিম, নাজিম উদ্দিন সহ অন্যান্যরা বলেন, মুখ্যমন্ত্রী ‘পকি পথ’ নির্মাণ প্রকল্প থেকে এই রাস্তা সংস্কার কাজ শুরু করা হলেও কাজের গুণগত মান বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ তোলেন। কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারের অবহেলায় রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। প্রতিদিন ছাত্রছাত্রী স্কুল যাওয়া আসা সহ এলাকার লোক রাস্তার জন্য ভুগছেন। প্রত্যন্ত দক্ষিণ মোহনপুর জিপির এই গ্রামের রাস্তাটি গুরুত্বপূর্ণ। রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করতে জেলাশাসক ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় লোকেরা।

Author

Spread the News