যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ থেকে সরে দাঁড়ালেন জিরিবামের রোগী

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ থেকে সরে দাঁড়ালেন জিরিবামের রোগী আতিকুর রহমান। গত ১ জুলাই শিলচরের আরই হাসপাতালের সার্জন ডাঃ ইডেন সিনহার বিরুদ্ধে বায়োপ্সির নামে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ তোলেন। আসলে এমন কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আতিকুর। ঘুংগুর ফাঁড়িতে তিনি একটি এফআইআর দায়ের করেছিলেন। এফআইআরে আতিকুর আরই হাসপাতালে তাঁর চিকিৎসা এবং অপারেশনের কথা উল্লেখ করেন।

পরে আতিকুর রহমান একটি ভিডিও প্রকাশ করে বলেন, ভুল বোঝাবুঝির শিকার হয়ে এই অভিযোগ ও মামলা করেছিলেন। তিনি আরও জানান, চিকিৎসা এবং অপারেশনে ডাঃ ইডেন সিনহার কোনও অবহেলা ছিল না। মূলত আতিকুরের মূত্রনালিতে ক্যান্সার ছিল। তাই ডাক্তার চিকিৎসার যে পদ্ধতি গ্রহণ করেন, তা তাঁর জীবন রক্ষা এবং তাঁর মূত্রনালির সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য। তাছাড়া চিকিৎসা এবং অস্ত্রোপচার তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পূর্ণ সম্মতিতে করা হয়েছিল। চিকিৎসার আনুষঙ্গিক নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল বলে জানিয়েছেন আতিকুর।

Spread the News
error: Content is protected !!