নিট ও জেইই পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা পাথারকান্দি হলি চিলড্রেন হাইস্কুলের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ জুন : পাথারকান্দি হলি চিলড্রেন হাইস্কুলে নিট ও জেইই পরীক্ষায় উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের সংবর্ধনা জানানো হল। রবিবার অনুষ্ঠানে মাধ্যমে এবছরের নিট ও জেইই পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ প্রাক্তন দশজন শিক্ষার্থীদের এক জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানালো পাথারকান্দির হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ। এ উপলক্ষে স্কুল প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বক্তাই এদিন উপস্থিত কৃতী পড়ুয়াদের ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েও সমাজসেবার মহান মানসিকতার ব্রত নিয়ে জীবনে এগিয়ে যাবার পরামর্শ দেন। স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী সৃজিতা সেনের সুন্দর এক স্বাগতিক নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া ও শুরুতেই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নবনীতা দাস একক ও দশম শ্রেণীর রুমপি শুক্লবৈদ্য ও তৃষিতা দাশগুপ্তের অসাধারন দ্বৈত নৃত্য পরিবেশন অনুষ্ঠানটিকে আরো ও প্রাণবন্ত করে তুলে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি পাথারকান্দি স্বামী বিবেকানন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ সিনহা তাঁর বক্তব্যে বর্তমান সময়ের প্রতিযোগিতার যুগে শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন নয়, পড়ুয়াদেরকে মানুষের মত মানুষ হবার আহ্বান জানান। স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তথা অবসরপ্রাপ্ত জেলা স্কুল পরিদর্শক সুভাষ চন্দ্র শর্মা এই বার্ধক্যকালে এই স্বনামধন্য স্কুলের সাফল্য কামনায় খুশি ব্যক্ত করেন। পাশাপাশি তিনি পড়ুয়াদের আগামীদিনে ও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আনিপুর আল-ইকরা অ্যাকাডেমির কর্ণধার তথা প্রশাসক ফখরুল হাসান শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করতে গিয়ে দূষণমুক্ত একটি সুন্দর সুস্থ সমাজ গঠনের আবেদন জানান। রসিকনাথ এইচ, এস স্কুলের অধ্যক্ষ বি মুখার্জি উপস্থিত পড়ুয়াদের জীবনে চলার পথে কঠোর অধ্যাবসাই হবার পরামর্শ দেন।

অনুষ্ঠানে নিলামবাজার ন্যাশনাল অ্যাকাডেমির কর্ণধার লুৎফুর রহমান, চতুরঙ্গের মুখ্য উপদেষ্টা সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী, স্কুলের কর্ণধার ময়ীনুল হক, কাঁঠালতলী মানব বিকাশ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জৈন উদ্দিন, গুয়াহাটি গার্লস পলিটেকন্যাকেল কলেজের অধ্যাপক হারুন আল-রশিদ আহমদ, জুরবাড়ি কাসিম আলি হাইস্কুলের শিক্ষক এএস হোসেন আহমদ, স্কুলের এসওডি গোপালচন্দ্র দাস বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে এবছরের সর্বভারতীয় নিট ও জেইই পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া প্রাক্তন দশজন শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া সহ সুদৃশ্য স্মারক তুলে দেওয়া হয়। কৃতী পড়ুয়ারা হলেন আবু আশরাফ মোহাম্মদ আবরার, হোসেন মোহাম্মদ নাজ্জার, নাজিয়া ফেরদৌসি, মোহাম্মদ হাবিবুল্লা, তাহির আহমদ, বদ্রিয়া বোশরা, এএসএম হাম্মাম নিজামি, অর্ণব সূত্রধর ও দেবর্ষি ভট্টচার্য। এ দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা সুস্মিতা ভট্টাচার্য ও পূর্ণিমা সেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে চলতি শিক্ষাবর্ষে স্কুলের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল শিক্ষিকা মমি লামা, অপর্ণা সিনহা, শুভ্রা নাথ, পূর্ণিমা সেন সহ ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় নবীনবরণ উৎসব। তাঁদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে সিনিয়ররা।

Author

Spread the News