মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে জোরদার প্রস্তুতি পাথারকান্দি বিজেপির
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : মন্ত্রী হওয়ার পর দিশপুর থেকে প্রথমবার আসছেন গৃহ জেলা শ্রীভূমির নিজ নির্বাচনী কেন্দ্র পাথারকান্দিতে। তাঁর এই আগমন ঘিরে দলীয় কর্মীমহলে আনন্দের শেষ নেই। বৃহস্পতিবার বিশাল শোভাযাত্রা সহযোগে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে জোরদার প্রস্তুতি নিচ্ছে পাথারকান্দি বিজেপি। বুধবার সন্ধ্যায় পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান পাথারকান্দি মণ্ডল বিজেপি সভাপতি শশীবাবু সিনহা সহ মণ্ডল যুবমোর্চা সভাপতি অনিরুদ্ধ মজুমদার। কৃষ্ণেন্দু মন্ত্রী হিসেবে প্রথমবারের মত নিজ কেন্দ্রে এই আগমণকে ঘিরে দিনভর ব্যাপী বিভিন্ন কর্মসূচি তুলে ধরার পাশাপাশি পাথারকান্দিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উভয়েই।
সংবাদিক বৈঠকে মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা বলেন, এই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখতে এদিন দুপুর দুটোয় মৈনা বাইপাস থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে হুড খোলা জিপ, ডিজে বাজিয়ে বর্ণাঢ্য এক বাইক র্যালি সহযোগে পাথারকান্দি মণ্ডলে নিয়ে আসা হবে। এতে সড়কের দুপাশে বিভিন্ন ভাষাগোষ্টির নৃত্য পরিবেশন ছাড়া ও ফুল ছিটিয়ে মন্ত্রীকে রাজকীয় ভাবে বরণ করা হবে। ইতিমধ্যে শহরের দু’পাশে বড় বড় হোর্ডিং, গেট বসানো হয়েছে। চলছে ব্যাপক প্রস্তুতি। পরবর্তীতে মন্ত্রী ধীরে ধীরে লোয়ারপোয়া হয়ে বাজারিছড়া ও বালিপিপলায় যাবেন। সেখানে ও সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে রাজকীয় ভাবে স্বাগত জানানো হবে প্রিয় মন্ত্রীকে। এককথায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে শ্রীভূমি জেলা থেকে এই প্রথম দলের কোন মন্ত্রী অসম মন্ত্রিসভায় স্থান পেলেন। তাই স্বাভাবিকভাবে শুভ মুহূর্তের সাক্ষী হতে দলের তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ আনন্দিত ও গর্বিত। মন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে প্রহর গুনছেন তাঁরা।