পাথারকান্দি পুলিশের হাতে ধরা পড়ল গরু সহ দুই চোর, বাজেয়াপ্ত অটো

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ মে : গরু চুরি করে অটোতে পালাতে গিয়ে পাথারকান্দি পুলিশের হাতে ধরা পড়ল দুই চোর। মঙ্গলবার রাতে গরু চুরি করে অটোয় পালানোর চেষ্টায় ব্যর্থ হল দুই চোর। পাথারকান্দি থানার টহলরত পুলিশ দল তৎপরতায় ঘটনাস্থল থেকে গরুসহ চোরদের আটক করতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে পাথারকান্দি বাইপাস সড়কের দোহালিয়া এলাকায়।

ধৃত দুই চোরের নাম বিলাল আহমেদ,  (নিলামবাজার বান্দরকোনা) ও আজিম উদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে এএস ১০ বি‌সি ২৪৭১ নম্বরযুক্ত একটি অটোটি সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি চালায় টহলরত দল। তল্লাশির সময় অটোর ভিতরে একটি লাল রঙের গরু উদ্ধার করা হয়।

পাথারকান্দি পুলিশের হাতে ধরা পড়ল গরু সহ দুই চোর, বাজেয়াপ্ত অটো

অভিযুক্তদের রাতভর থানায় রেখে জেরা করা হয় এবং বুধবার পাথারকান্দি থানা পুলিশ তাদের জেলা সিজেএম আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

পাথারকান্দি পুলিশের হাতে ধরা পড়ল গরু সহ দুই চোর, বাজেয়াপ্ত অটো
Spread the News
error: Content is protected !!