পাথারকান্দি মুণ্ডমালায় ওয়াগনার-বাইকের  মুখোমুখি, আহত এক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : বাজার করে বাড়ি ফেরার পথে ওয়াগনার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন পাথারকান্দি মেদলি চা- বাগানের কিশোর কুমার কানু। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের পাথারকান্দি মুণ্ডমালায়। পাথারকান্দি থানা অধীন মেদলি চা-বাগানের বন্ধুরাম কানুর পুত্র কিশোর কুমার কানু পাথারকান্দি থেকে বাজার সেরে নিজের এএস-১০-ডি ৯৯৩৫ নম্বরের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। পাথারকান্দি মুণ্ডমালা টিভিএস শো-রুমের সামনে বাঁক নেবার সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা এএস-১০-জি ২৫৯১ নম্বরের একটি ওয়াগনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। এই ঘটনার পর রাস্তার পাশে প্রকাণ্ড একটি গাছে গিয়ে ছিটকে পড়েন বাইক আরোহী কিশোর কুমার।

পরবর্তীতে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা গুরুতর থাকায় সঙ্গে সঙ্গে তাঁকে শ্রীভূমি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিশপ্ত বাইক ও ওয়াগনার গাড়ি নিজেদের হেফাজতে নিয়ে যায়। প্রায় প্রতিদিনই অহরহ এধরণের সড়ক দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয় জনগণ। এখানে অপরিপক্ষ ড্রাইভিং সহ পুলিশের ঢিলেমি নজরদারিকে দায়ী করছেন অনেকেই।

পাথারকান্দি মুণ্ডমালায় ওয়াগনার-বাইকের  মুখোমুখি, আহত এক
Spread the News
error: Content is protected !!