পাথারকান্দিতে কংগ্রেসের কর্মিসভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ডাক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সাংগঠনিক শক্তি বাড়াতে বিশেষ উদ্যোগী হয়েছে। সেই লক্ষ্যেই শনিবার পাথারকান্দি রবীন্দ্রভবনে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতারা কর্মীদের তৃণমূল স্তর থেকে সক্রিয় ভূমিকা নেওয়ার উপর জোর দেন। এতে আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রধান বিরোধী দল কংগ্রেস বরাক উপত্যকাসহ সমগ্র রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যে পাথারকান্দি ব্লক কংগ্রেসের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানা নীতি ও কর্মকাণ্ডের সমালোচনাও করেন বলে শোনা যায়।

সভায় উপস্থিত বিভিন্ন নেতারা স্পষ্টভাবে জানান কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে হলে তৃণমূল স্তর থেকেই কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। সময় এসেছে কেন্দ্র ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের নানা ব্যর্থতা, প্রতিশ্রুতি ভঙ্গ ও ছলচাতুরী সাধারণ মানুষের সামনে তুলে ধরার। তাঁদের মতে, জনগণ ইতিমধ্যেই এই সরকারের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং আসন্ন নির্বাচনে ইভিএমের মাধ্যমে উপযুক্ত জবাব দেবেন।

পাথারকান্দিতে কংগ্রেসের কর্মিসভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ডাক

পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি তথা ২০২৬-এর নির্বাচনে বৃহত্তর সমষ্টি থেকে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রতাপ সিনহার ব্যবস্থাপনায় এদিনের কর্মিসভা অনুষ্ঠিত হয়। তাঁর তৎপরতা ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন উপস্থিত বক্তারা। বক্তারা উল্লেখ করেন, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ দায়িত্ব গ্রহণ করার পর থেকে সংগঠন মজবুত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে তৃণমূল স্তরে কার্যক্রম পরিচালনা করছেন। নিয়মিত কর্মসূচি, প্রশিক্ষণ শিবির ও জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে সংগঠনে নতুন উদ্যম এসেছে। তাঁরা মনে করেন, এই ধারা অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।

পাথারকান্দিতে কংগ্রেসের কর্মিসভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ডাক

কয়েকদিন আগে জেলা সদরে দলীয় প্রশিক্ষকদের দ্বারা পাথারকান্দি ব্লকের বিএলএ কর্মীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের সভায় আনুষ্ঠানিকভাবে সেই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। কর্মীদের মধ্যে এ নিয়ে উৎসাহ-উদ্দীপনার সঞ্চার হয়।

পাথারকান্দিতে কংগ্রেসের কর্মিসভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ডাক

এদিনের সভায় জেলা কংগ্রেসের বিভিন্ন শাখার শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জেলা কংগ্রেসের উপ সভাপতি বিশ্ব ঘোষ জেলা মহিলা কংগ্রেস সভাপতি অ্যাডভোকেট মমতাজ বেগম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ নন্দী, জেলা কংগ্রেসের মহিলা নেত্রী অ্যাডভোকেট হাসিনা রহমান চৌধুরী, জেলা কংগ্রেসের উপ-সভাপতি নরেন্দ্র শর্মা পুরকায়স্থ, গুলশান হোসেন, মোস্তাক হোসেন, শামিম আহমদ, রাজেন্দ্র প্রসাদ গোয়ালা জেলা কংগ্রেসের কার্যকরী সদস্য যাদবেন্দু সিনহা, নাসির উদ্দিন, ব্লক মণ্ডল মহিলা কংগ্রেস সভাপতি ঊষারানী সিনহা, ননীগোপাল সিনহা সহ বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরা।সভায় উপস্থিত নেতাদের বক্তব্যে স্পষ্ট প্রতিফলিত হয় যে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস আর ঢিলেঢালা পথে হাঁটতে চাইছে না। তৃণমূল স্তরে জনসংযোগ বাড়ানো, কর্মীদের সক্রিয় করা এবং সংগঠনকে আরও দৃঢ় করার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।কর্মীসভায় নেতৃবৃন্দের ভাষণে উৎসাহিত হয়ে উপস্থিত কর্মীরাও সংগঠনকে শক্তিশালী করার শপথ নেন।

Spread the News
error: Content is protected !!