পাথারকান্দিতে মুখ্যমন্ত্রীকে শিল্পীর আঁকা প্রতিচ্ছবি উপহার
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : শ্রীভূমি জেলার পাথারকান্দি সফরে সোমবার এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী হলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি কর্মসূচি শেষে স্থানীয় “পূজা আত্মসহায়ক গোষ্ঠী”-র সদস্যাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি বিশেষ প্রতিচ্ছবি।
এই প্রতিচ্ছবিটি আঁকেন পাথারকান্দির প্রতিভাবান স্থানীয় চিত্রশিল্পী পঞ্চমী দেবী ঠাকুর। সদস্যাদের পক্ষ থেকে যখন এই প্রতিচ্ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়, তখন সমগ্র অনুষ্ঠানস্থল করতালিতে মুখরিত হয়ে ওঠে।
এই বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে পড়ে যখন অনুষ্ঠানে মুখ্য অতিথি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মঞ্চে পায় চারি করে করে মহিলাদের সাবলম্বকরনের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা জানিয়ে বাসন দিচ্ছেন তখন হঠাৎ তাঁর নজরে পারে ভিড়ে ঠাসা সভা স্থলের পশ্চিম প্রান্তের কোনায় এক মহিলা হাতে একটি বিশাল আকারের তাঁর প্রতিছবি আঁকা একটি ফ্রেম হাতে উচুয়ে দাঁড়িয়ে আছে এক মহিলা। এমন দৃশ্য দেখা মাত্র মুখ্যমন্ত্রীকে মাইক্রফোনে বলতে শোনা য়ায় একজন দিদি আমার জন্য নিয়ে এসেছে এতো সুন্দর করে আঁকে আমার ছবি এটা আমি নেবো কীভাবে। এই বলে সঙ্গে সঙ্গে তিনি ওউ মহিলাকে মঞ্চে নিয়ে আসার জন্য বললে নিরাপত্তা কর্মীরা মহিলকে মঞ্চে মুখ্যমন্ত্রী কাছে নিয়ে যায়।
প্রতিচ্ছবি গ্রহণ করে মুখ্যমন্ত্রী ড. শর্মা সদস্যাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং শিল্পীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির প্রতি মানুষের ভালোবাসা সমাজকে আলোকিত করে তোলে। স্থানীয় শিল্পীরা তাঁদের সৃষ্টির মাধ্যমে শুধু অঞ্চলের গৌরবই বাড়ান না, বরং নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকেন।”
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, আত্মসহায়ক গোষ্ঠীগুলির এ ধরনের উদ্যোগ শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।