বঙাইগাঁওয়ে ট্রেনে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : উত্তরগামী গান্ধীধাম এক্সপ্রেস ট্রেন ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেল। বুধবার গান্ধীধাম এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে।

জানা যায়, ট্রেনের ব্রেক থেকে আগুন শুরু হয়ে পরে কোচে ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বঙাইগাঁওয়ের কাছে মাজগাঁওয়ে ট্রেনের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।।

এ দিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আরেক দুর্ঘটনা ঘটে। ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিন চলন্ত অবস্থায় লাইনচ্যুত হয়। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়ের চাউলখোয়া এবং লাহওয়াল রেলওয়ে স্টেশনের মধ্যে।

Author

Spread the News